প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
শেরপুরের নালিতাবাড়ীতে দলিল জালিয়াতি মাসুদের বিরুদ্ধে মানববন্ধন

শেরপুেরের নালিতাবাড়ীতে দলিল জালিয়াত ও ফ্যাসিবাদের দোসর মাসুদ পারভেজকে সরকারি বিভিন্ন অফিসে প্রবেশ নিষিদ্ধ করা ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার রাজনগর ভূমি অফিসের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বিএনপি নেতা আশরাফুল আলম সাদা, দলিল লেখক আলী হোসেন, সেলিম মিয়া, মানবাধিকারকর্মী আব্দুল হান্নান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, মাসুদ পারভেজ রেজিস্ট্রেশনধারী দলিল লেখক বা ভেন্ডার না হয়েও দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন মানুষের নামে ভুয়া দলিল, পর্চা ও খারিজ তৈরি করে আসছে। এতে একদিকে লাইসেন্সধারী দলিল লেখকদের সুনাম ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে গ্রাহক ও ভূমি অফিসে তৈরি হচ্ছে নানা বিড়ম্বনা।
এ সময় বক্তারা মাসুদ পারভেজকে অফিসে নিষিদ্ধ করা এবং তার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com